পাখি এবং সময়
এখন পাখিটি আর ওড়তে চায় না আকাশে।
তার ডানা থেকে হেঁটে যাচ্ছে সব আত্মবিশ্বাস।
একদিন তার ঠোঁট বেয়ে নামত
হলুদ রং ভোর। চোখগুলো -
চিকচিক করত শিশিরের মতো।
এখন কার্নিশ থেকে দূর-ব্যবধানে
মাথা কুটে। ঝরে ঝরে পড়ে নরম পালক।
নিয়ম ভেঙে পাখি এখন
ভুলে যাচ্ছে আকাশে ওড়ার স্বাদ।