জানের-জান গোলাপজান -এ কে এম আব্দুল্লাহ
ফেটে যাওয়া অনামিকা ডগা।রক্তরং থ্যাতলা পানি ঝরছে।
আহারে জানের-জান গোলাপজান— একদিন বলেছিল,চৈতন্য মেলা থেকে পুতুল এনে দিতে। রাক্ষুসী হাওয়ার ধাওয়ায়, এনে দিলাম মাটির হাতুড়ি। এখন বেঁচে থাকার মহড়ায়— পিচ রাস্তার পাশে সে প্রতিদিন ফুসফুস ভাঙে পাথরের গায়।
একদিন বলেছিলাম, জীবনের উনুনে একটু আগুন দাও। সে জ্বালানি কাষ্টের মতো— হাত পা মুখ আর দেহ ঢুকিয়ে দিল জ্বলন্ত উনুনে। আর পুড়ে পুড়ে হলো ভস্মিভূত।
এখন পৃথিবীতে— দু’চোখে কেবল গোলাপজানপুড়া ধোঁয়াই দেখি।
০৪/০২/২০১৬