নীলঘণ্টায় ঝুলছে জীবন
দিবালোকে এখন ঘোর অন্ধকার
কেউ ঘণ্টা বাজাচ্ছে
কেউ ফুসফুস হাতে নিয়ে দৌড়াচ্ছে
আর দিলহীন লোকগুলো
নিডল মোছা তুলা গুঁজে মুখে
বাতাসে দোল খেয়ে ঘুমুচ্ছে—
আর আমরা বেঁচে থাকার মহানন্দে
সিরিঞ্জগুলো চিবুচ্ছি।
কেউ ঘণ্টা বাজাচ্ছে
কেউ ফুসফুস হাতে নিয়ে দৌড়াচ্ছে
আর দিলহীন লোকগুলো
নিডল মোছা তুলা গুঁজে মুখে
বাতাসে দোল খেয়ে ঘুমুচ্ছে—
আর আমরা বেঁচে থাকার মহানন্দে
সিরিঞ্জগুলো চিবুচ্ছি।
২০ জুলাই ২০২০