Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- বাসনাকীর্তন

বাসনাকীর্তন   ॥এ কে এম আব্দুল্লাহ

বসন্ত উৎসব শেষে দেখি— 
পায়ের নিচে বসে আছে,কালের কুকুর!
দেড় হাত দীর্ঘ জিহ্বা বেয়ে—
টপ টপ করে ঝরছে— জোছনা রং বিষ।  
 
আজ সাহারার জন্মদিন। ভেবেছিলাম,বুকপলুইয়র শলা ভেঙে
উপহার দেব জীবন্ত চাঁদ।
এখন ছিরা-ফোঁড়া হৃদপিন্ড ছাড়া
সাহারাকে দেবার মত আর কিছু নেই।  
 
পদ-পদবীর ভারে ন্যুজ কেদারাঘাড়। 
সেগুন খেতে জ্বলছে বিলাসী আগুন।
সাহারা, এসো গোরস্তানে যাই—
পাগড়ির মতো খুলে রাখি মগজ
কবরের পাশে। আর মাটির বিছানায় শুয়ে 
এসো বোবা চোখে দেখি স্বপ্ন।  


০৫/১০/২০১৬