বাসনাকীর্তন ॥এ কে এম আব্দুল্লাহ
১
বসন্ত উৎসব শেষে দেখি—
পায়ের নিচে বসে আছে,কালের কুকুর!
দেড় হাত দীর্ঘ জিহ্বা বেয়ে—
টপ টপ করে ঝরছে— জোছনা রং বিষ।
২
আজ সাহারার জন্মদিন। ভেবেছিলাম,বুকপলুইয়র শলা ভেঙে
উপহার দেব জীবন্ত চাঁদ।
এখন ছিরা-ফোঁড়া হৃদপিন্ড ছাড়া
সাহারাকে দেবার মত আর কিছু নেই।
৩
পদ-পদবীর ভারে ন্যুজ কেদারাঘাড়।
সেগুন খেতে জ্বলছে বিলাসী আগুন।
সাহারা, এসো গোরস্তানে যাই—
পাগড়ির মতো খুলে রাখি মগজ
কবরের পাশে। আর মাটির বিছানায় শুয়ে
এসো বোবা চোখে দেখি স্বপ্ন।
০৫/১০/২০১৬