Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা আঁধারের উত্তাপ

 

আঁধারের উত্তাপ

 
সীমান্ত জুড়ে টলমল ঢেউ, আহা!
আফসোসের বান নিরন্তর—
ভিড় ধরে–ধুমদুপুরে কষ্টের বোদাল। 
দিনগলা প্রহরে জলের কাচ ভাঙে ধ্যানি বক।
মাছ ধরা চাঁই এর ভেতর-
রুপবতী পুঁটির মতো ঠোঁট ভাঙে জীবন।
 
কতোটা উত্তাপে দৃষ্টি গলে
সিসার মত ; খেতের কৃষক জানে।
জানে পিতাহারা পুত্র,স্বামী হারা স্ত্রী
মা হারা সন্তান।
 
জীবনের মসলিন দেহে—
রেশমী সুতায় আঁকা আউশের নকশী
আঁধারের মরু উত্তাপে পোড়ে।
এরপর দিনপ্রদীপ নিভে গেলে-
আকাশ নামে বারান্দায় ; শুধু কানে বাজে
ডানাভাঙা হাড়ের ব্যাকুল ধ্বনি।

 

২৩/০৮/২০১৬