কারেন্টের ট্রান্সমিটারের ভেতর
কবিতার আসর চলছে।
শত্রুরা ফিউজ খুলে নিয়ে যাচ্ছে
বসাচ্ছে সমালোচনার আসর
নিজস্ব ড্রয়িংরুমে।
এই দৃশ্য দেখে—
আমার প্রকাশিত কবিতার
বইয়ের ফ্ল্যাপ থেকে—
ঝরছে ব্যাক্তিগত রক্ত।
আর আমি নিজস্ব রিভলভার
নিজের দিকে তাক করে আছি।
কারেন্টের ট্রান্সমিটারের ভেতর
কবিতার আসর চলছে।
শত্রুরা ফিউজ খুলে নিয়ে যাচ্ছে
বসাচ্ছে সমালোচনার আসর
নিজস্ব ড্রয়িংরুমে।
এই দৃশ্য দেখে—
আমার প্রকাশিত কবিতার
বইয়ের ফ্ল্যাপ থেকে—
ঝরছে ব্যাক্তিগত রক্ত।
আর আমি নিজস্ব রিভলভার
নিজের দিকে তাক করে আছি।