Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা-ভাঙা লেন্সের সেলফি

 

                ভাঙা লেন্সের সেলফি 

ধর্ষিতার চিৎকারগুলো মিলিয়ে গেলে তেলাল দালালদের আসরে ; আমরা কিছুক্ষণ রোদে পোড়ি। আর মানবতার খোলস পরে বাড়ি ফিরি। 

এরপর ওয়াটসঅ্যাপে আমাদের সেলফিগুলো আপলোড হতে হতে কুকার থেকে নেমে আসে একজোড়া পুড়া হাত। এখন হাতগুলো কিচেনের ল্যাবে ডিএনএ টেস্ট হচ্ছে। 

রক্ত,ঝোল,লবণ সনাক্ত হবে আজও !


১১/০৩/২০১৭, লন্ডন