Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- লাল রং ওয়াপেন ও কালো বুলেট

লাল রং ওয়াপেন ও কালো বুলেট

একটি লাল রং ওয়াপেন 
হেঁটে যাচ্ছে কৃষ্ণচূড়ার দিকে—
কৃঞ্চচূড়া হাসছে
ওয়াপেন থেকে কালো বুলেট
ছুটে যাচ্ছে তীব্র গতিতে—
আর কৃঞ্চচূড়া আরো 
লাল হয়ে ওঠছে। 



১ আগস্ট ২০২৫