Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা - ঈদপাখি



 ঈদপাখি  ॥ এ কে এম আব্দুল্লাহ

আকাশে নতুন চাঁদ 
জন্ম নিচ্ছে

ধূয়েমুছে সাজানো হচ্ছে আকাশ 
তারাগুলো ঝুকে আছে
মাটির দিকে অন্ধ ভঙ্গিতে 

জোৎস্নার নরম আলোয়
জলকেলি শেষে 
এখন রক্ত আর ঘামে 
মাখামাখি বাবা

আহা! মধ্যরাতে হাত ফসকে 
উড়ে গেছে ঈদপাখি আকাশে



৬জুন ২০২৫, লন্ডন