মেঘ-অ্যাঠাক ॥ এ কে এম আব্দুল্লাহ
ডাইনিংটেবিলে মাথাটা কাতরাচ্ছে।
প্রার্থনার দীর্ঘচিহ্ন পকেটে ভরে
দেহটা—
হেলেদুলে হেঁটে যাচ্ছে।
জিহ্বা থেকে উড়ে উড়ে যাচ্ছে
স্লোগানগুলো মেনুফেস্টোদানার মতো—
যেখানে,মৃত চেকগুলো আজকাল
কথা বলে বৃদ্ধঠোঁটে।
আসলে—
বাইন্ডিং খোলা বাতাসে এখন উড়ে যাচ্ছে
জীবনের অনুচ্ছেদ।