ব্যর্থতারী কফিন ॥ এ কে এম আব্দুল্লাহ
ইদানীং অনাকাংখিত অন্ধকার ছুঁয়ে যায় হৃদয়। সুখের পাঁজর ছিঁড়ে মাথা তুলে দাঁড়ায় দুঃস্বপ্ন।
অভিশাপ ভেবে নুয়ে যায় মন বারবার। আতংকে কেঁপে উঠে মেরুদন্ড।বিরহী চাদরে মোড়া সময় ; ভিতর থেকে হাতছানি দেয় আগামী প্রজন্ম ! অসুস্থ শ্বাস নিতে নিতে এখন বাঁচি প্রতিদিন।
হে অসুস্থ অন্ধকার, দোহাই তোমার; তুমি চলে যাও আকাশে। ভেসে উঠো ধ্রুব তারা হয়ে। দোহাই লাগে তোমার, নির্মল রহস্যের ঠোঁটে স্বাদ নিতে দাও ব্যাকুল চুম্বনের।
চারদিকে ভাবনার লাশ। জীবনের স্বাদ— মৃত। বাসি ঘ্রাণে চাইনি বুক জুড়ে অদৃশ্য বিষাদ। এই যে কচি নতুন মুখ ফুলের মত চেয়ে আছে— স্পর্শ করে দাও একটু চিবুক। চোখ খুলে মুক্ত বিহঙ্গের মত দাও উড়তে— বন্ধ করে দাও তোমার অনুভবের দোয়ার। ফুসফুস ভরে নিতে দাও বাসনার ঘ্রাণ।
আহা! এবার কপাট এঁটে বন্ধ করে দাও ব্যর্থতার কফিন।
১৬/৭/২০১৬