Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা জু’মায়িত ল্যান্স ও আমরা

 

                    জু’মায়িত ল্যান্স ও আমরা 

সমুদ্র ওঠে এলে পাহাড়ের ওপর অথবা সমুদ্রের ওপর আগ্নেয়গিরি ; আজকাল অবাক হই না আর।আজকাল মুখ থেকে জিহ্বারা,হেঁটে হেঁটে যায় স্ব-স্ব ভঙ্গিতে। আর পাখির মতো ডানা মেলে ওড়ে যায় কথারা। 

আজকাল আমাদের চোখগুলোও আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে,ভুলে গেছে জলের রং।

আমাদের প্রাক্তন ঠিকানাও মনে নেই আর। যেখানে মরে পচে গেছে বিগত সংসার। 

এখন,তোমাদের ক্যামেরা ল্যান্সের জু’মে-ই, আমাদের নতুন সংসার।তোমরা, শুধু একটুকরো ঠিকানা দিয়ে যেয়ো। 


০৬/০৬/২০১৭, লন্ডন