Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা হলদে ডোরা পঙক্তি

 

            হলদে ডোরা পঙক্তি  / এ কে এম আব্দুল্লাহ

লাঞ্চব্রেকে হঠাৎ খোলে যায় বুকের জিপ। ফেইসবুক থেকে বেরিয়ে আসা ভ্যালেন্টাইন আভার মতো ; বুকটিফিন থেকে বেরিয়ে আসে পরোটার ভাঁজে যেন একটুকরো ভালোবাসা। আমি সেই ভালোসা মধ্যাহ্ন আগুনের শুভেচ্ছায় সেদ্ধ করি। আর পুড়া পুড়া গন্ধে, পুরো দর্শক গ্যালারিতে জেগে ওঠে প্রেমের মৌসুম। 

এই দৃশ্য দেখে আমি প্রেমিক হয়ে ওঠি। আমার ভেতরে উতলে ওঠে দৈব্যিক স্লোগান। আমি বাণিজ্যিক হয়ে যাই। আর ক্যেলেন্ডারের পাতায় দাগ কেটে কেটে, প্লাস্টিক সানকিতে জমা করি আধ্যাত্মিক সূচিপত্র। 

এরপর, ফুলের পাপড়ি দলিত-মদিত করে স্পর্শ করি— ঝলসানো ব্যাকুলনিতম্ব। 


১৫/০২/২০১৭, লন্ডন