Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা চলে এসো, মোরগপুড়া রেস্তুরায় ভালোবাসার গল্প শোনাব

 


চলে এসো,মোরগপুড়া রেস্তুরায় ভালোবাসার গল্প শোনাব


 
চলে এসো,
বারিধারা কিংবা উত্তরায় মোরগপুড়া রেস্তুরায়—  
ভালোবাসার গল্প বলব।  
 
চলে এসো,
রাতের চাতালে বিবর্ণচাঁদ 
আর শুকনো বনরুটির প্রেমালাপ ভেঙে
কমলাপুর রেলস্ট্যাশনের পাশে—
ফুটপাতে বেড়ে ওঠা কিশোরীর,
বাড়ন্ত ক্ষুধার সাথে রোমান্স এর গল্প বলব
করব কেমিষ্ট্রি পরিমাপ।
 
চলে এসো,
টঙ্গির মোড়ে—
তাহাজ্জুদ শেষে শুনাব,ভালোবাসার গল্প।  



 
১৭/০৬/২০১৬