কাঞ্চন ব্যাপারী
দুপুররাতের নীরবতা ভাঙে
আবেগের রিনঝিন কামুক ছন্দ
ওপাশে ভাঙে মাটির পিঞ্জর
খুলে যায় কল কবজা
নিভে যায় বাতিঘর।
বিকেলের লজ্জাবতী রোদ সাক্ষী
আমি ভালোবাসিয়াছি পৃথিবী
ভুলিয়া গিয়াছি আমার স্বত্তা !
দেখিতে পাইনি আসমানি ব্যাকুলতা।
চারিপাশে কাঞ্চন ব্যাপারির দল
পাথরের কারিগর, বাগনলে ফুঁ দেয়-
আগুনে পোড়ে এই দেহ ।
মাটির ময়না আমার সিক্ত হয় আয়ুর ঘামে।
২৯/০২/২০১৬