সময়সংগীত
মাঘের শুকনো পাতার মতো মুণ্ডুহীন স্বপ্ন হোঁচট খায় পথে প্রান্তরে।
আর হুতুম পেঁচার হুঙ্কারে নিভে যায় চাঁদ, শিশুরাতে। ভরদুপুরে গোয়ালায় গাবিন গাইয়ের মতো জাবনা চাবায় মধ্যরাতের অন্ধকার।
মাঝে মাঝে খছড়া রাতের মার্জিনে সময়ের আওয়াজ পাই। কবিতার ভেতর দেখা পাই, দু-এক নক্ষত্রের। আমি মৃত্যু ভেঙে জেগে উঠি। আর আচানক আমি নিশ্চিত হই ; বন্ধ্যা সময়ের ধড় ছিন্ন করে— আজ জন্ম নিলো রক্তমাংসের কাঙ্ক্ষিত সুর।
১৩/১০ ২০১৬