Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা মাটির গাড়ি

 

মাটির গাড়ি   // এ কে এম আব্দুল্লাহ


হাত শুয়ে আছে 
দেহের পাশে 
হাত বিদ্রোহ করছে
দেহ কাঁপছে—
পৃথিবী কাঁপছে—
ভেতরে, মেশিন 
বন্ধ হবার প্রস্তুতি নিচ্ছে



৩১ অক্টোবর ২০২৫