Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা ন্যাংটা সাধুর দল


ন্যাংটা সাধুর দল
—এ কে এম আব্দুল্লাহ
 
সাধুরা কি মরে ? মরে না। ওরা বেঁচে থাকে অনুসারীর ভেতর। কেরামতি সিন্দুকে জমা হয় কাড়ি কাড়ি হাদিয়া আর পূণ্য। চুলের মতো বারিক ওদের কারিশমার ঝোলায় গচ্ছিত ভক্তের মগজ।
 
আমি এখন আর আবেগবান নই। দুবাহুতে ঝুলছে কালো তাগায় শরীর হিছার করা মায়ের দেওয়া তাবিজ।তাইতো মাটির বাইনোকুলারে দেখি মাজার আর বাজার ঠাসা চঞ্চল ন্যাংটা সাধুর দল ।
 
আর মানিক মিয়া অ্যাভিন্যু’তে সন্ধ্যায় দেখি শিকারি সাধুর ধামাইল।

 
২৪/০১/২০১৬