জমি বিক্রি ॥এ কে এম আব্দুল্লাহ
জীবনের থলে তলে জমেছিল ভাগ্য থেকে খসে পড়া কিছু বাসনা, মঙ্গলগ্রহে কিনেছিলাম একখন্ড জমি।পৃথিবীর পেরেশানি চোখে রাতরং জল। শান্তি চাই দু’দন্ড শেষকালে।
শুনেছি,ওখানেও এখন বহুজাতিক পড়শি ! কিছুকাল পর হয়ত গড়ে উঠবে সমাজ, রাস্ট্র। দল-উপদল,কোন্দল। জ্বালাও- পুড়াও,ক্ষমতা, ইউনাটেড…
জঙ্গি ভঙ্গি…
তাই ভাবছি,বিক্রি করে দেব জমিন।টাকা দিয়ে একটি গোলাপ বাগান করব আহমদের বাড়ির পাশে। এখন এখানেই বানবো , জন্মান্তর নয়নভোলন স্থায়ি আবাসিক এলাকা।
২৯/৪/১৬

