Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা “জনম”


আকাশের দরজার ফাঁক দিয়ে—নেমে এলে দুফোঁটা রোদ— পথ খুঁজে পায় তার গন্তব্য। আর পৃথিবী খুলে রাখে তার আদি দুটো চোখ। 

অ্যামাজনের গহীন ছায়ায়— জলজলিলির নীরবতা ভেঙে কেউ বাগাড় দেয় বিদঘুটে অন্ধকার। আমার দেহে পাখির মতো ডানা গজায়। আমার পা দুটো নীল হয়ে যায়।আমি বেদনার্ত দেহ নিয়ে ক্লান্ত ডানায় ভর করে করে— উড়তে থাকি। আর ডানা ভেঙে— ঝরে ঝরে পড়তে থাকে আমার একেকটি জনম। 

অতপর,কামরুপ কামাইক্যার আকাশ ছিন্ন করে— হাড্ডিগুলো উড়তে থাকে বরফের দেশে। 

এখন ফায়ারপ্লেসে হাড্ডিগুলো পুড়ছে একটু বাঁচার উষ্ণতায়।




২৪ জানুয়ারি ২০১৮, লন্ডন।