Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা


তখনও রিংটোন বেজেছিলো
 ॥এ কে এম আব্দুল্লাহ

আকাশে যে গোরুটি উড়ে যাচ্ছিলো ; তার কন্ঠ থেকে নেমে আসছিল হাম্বা হাম্বা শব্দ। আমরা অনেকেই বজ্রধ্বনি ভেবে চেপে গেলাম। অতঃপর,দিনান্তে জ্বলে উঠলে নৈশলাইট ; ঠাশ্ করে শব্দ হলো। আর কোনোমতে দু-একজন বেরিয়ে এলে দেখি ; আকাশ থেকে ছিটকে পড়া গোরুর নিচে - মানুষের লাশ। 

অদূরে শোনা গেলো বনোয়া ঝড়ের শন্ শন্ শব্দ।