Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা যোগাসনে ধলা সাধু-

 

           যোগাসনে ধলা সাধু-

 
এখন—
তুমি আমাকে ভালোবাসো কি না কিংবা আমি তোমাকে ? 
প্রয়োজন নেই ওসব প্রশ্নের। চলো দুজনে আকাশে যাই। ওখানে আলোর উৎসব। হৃদয় ভরে নিয়ে আসি আলো। এখন আমাদের হৃদয়ে আলোর বড়ই অভাব।
এরপর,
চকলেট জামের মতো কাদা গায়ে মেখে— আমরাও দাঁড়াব রাস্তার পাশে, তোরণ ঘেঁষে। আর  পান করব গেলাস ভরতি দুঃসময়ের নির্যাস। আজকাল দৃষ্টির সীমানা জুড়ে অসহায় লাশের ভিড়। যোগাসনে ধলা সাধু। 
এসো দৃঢ়-নিশ্বাস ভেঙে দেখি তার বৈরাগ্যসাধন !
 
 
২২/৭/২০১৬