Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- শামিয়ানা ভালোবাসা


শামিয়ানা ভালোবাসা  ॥  এ কে এম আব্দুল্লাহ


সার্কাসের সুঁড়ঙ্গ ভেঙে—
গাধা-ও, গলায় পরে ফুলের মালা। 

আর আমরা 
ব্ল্যাকমার্কেটে টিকেট কেটে
সহাস্যে দিই হাততালি। 

গাধা আর আমাদের সম্পর্ক এখন
ডেবিট কার্ড আর এটিএম এর মতো। 



০৯ মে ২০২৫, লন্ডন