Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা আঁধারবাস


আঁধারবাস    [] এ কে এম আব্দুল্লাহ 

অতঃপর, সূর্যের বুক ফুটো হয়ে গেলে ; পৃথিবী লেপটে যায় ঘন অন্ধকারে। আর অন্ধকার গুহায় এখন— অন্ধপরিদের সঙ্গে আমার বাস। রাত গভীর হলে দরজায় এসে দাঁড়ায় অদ্ভুত পাহারাদার। আমি তার হাতে তুলে দিই জীবনের সব সঞ্চয়। আর স্বজ্ঞানে সাজাই আঁধার- আনন্দ উৎসবে।অকস্মাৎ, আমার পাশে গড়িয়ে আসে পরিদের নিথর আরাধনা। কেঁপে ওঠে বুক।ভয়ে করি চিৎকার—

এ চিৎকার— কেউ শুনতে পায় না। ফিরে আসে আমার কাছে- জীর্ণ,শীর্ণ,ক্ষীণ হয়ে। আর আমি পালাতে থাকি ভেতরে ভেতরে অন্ধকার গুহার দিকে ...