Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- একটি অপেক্ষা

 

একটি অপেক্ষা   ॥   এ কে এম আব্দুল্লাহ 

কথার উদ্দীপ্ত ঘর্ষণে উৎপন্ন শব্দে বধির হয়ে আজ জন্ম নিলো যে শিশু ; সে কি কোনোদিন শুনতে পাবে যুগল শালিকের প্রেমালাপ ? 

সে কি কোনোদিন শুনতে পাবে কথার প্রজ্বলিত চুল্লিতে- মানবতার ব্যাকুল হাহাকার ? 

সময়ের রুঢ় উত্তাপ মেখে আমি সেই দিনটির অপেক্ষায় বৃক্ষের মতো দাঁড়িয়ে রব ; 

যেই দিন এই শিশুটি বড়ো হবে হিমালয়ের মতো,আর মেঘের পায়ে বেঁধে দেবে বৃষ্টির নূপুর।