Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা - অভিলাষ



অভিলাষ
এ কে এম আব্দুল্লাহ

অ্যাম্বুল্যান্সের ব্লু সাইরেন ভেঙে  
উড়ে যাচ্ছে জোড়া জোড়া কবুতর
ঘোর অন্ধকারে কবুতরগুলো 
ভরে নিচ্ছি পকেটে
কবুতরের কচি মাংসের সুগন্ধী
নাশতা শেষে— 
আমিও সোনামুখি কবুতর হবো, আর 
উড়াল দেবো ব্ল্যাক-সি’র ওপারে।