মাটির বিছানা —এ কে এম আব্দুল্লাহ
জীবনের বাঁকে গেঁথে আছে আমার বেহেশতের বিতাড়িত পদচিহ্ন। কঙ্কালের স্তুপ। মৃত পথ …
কালের ঘাটে বাঁধা আমার খাইছলত ভরতি নূহার আর্ক। আর আমি সহাস্যে ছিঁড়ে খাই আমার মগজ। না’মানে শুনি আমি রোজ- শপথের ধ্বনি। তবুও, রাতের ছাদে ঘুমায় আমার বোবা বিবেক।
হয়ত কোনো একদিন ঘন কুয়াশার আস্তরণ ভেঙে ফোটা আলোর মতো কেউ আসবে। আর তখন দুহাতে খুঁজব মাটির বিছানায় আমার শুকিয়ে যাওয়া হাড্ডি।

