Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- অবতার


অবতার

দরজা খোলা
ঢুকতে পারে চোর-বাটফার—
দরবেশ কিংবা রাজনিতীবীদ
লকারেরও তালা খোলা
যতনে রাখা আছে মৃত সব অনুভূতি
তুমিও ঢুকতে পারো

শুনেছি,বিধবা প্রেমিকার স্পর্শে
আকাশ থেকে
অবতার নাকি নেমে আসে ! 



২০/০১/২০১৮