থেমস পারের ভস্ম
ট্রাফালগার স্কোয়ারের পাথর বুকে— ঠোঁট কুটে ধূপবর্ণ কবুতর। আর আমি ইমব্যাঙ্কমেন্ট পাইয়ারে বসে,থেমসের বুকে ঝিকিমিকি জলে দেখি কুইয়ারাগাঙের ইঞ্জিন-নৌকার খেলা।
আহা! পিক্যাডিলি গর্তে দর্শনার্থীর ঢেউ— পিপীলিকার মতো সারিবদ্ধ লাইন। তবুও ভুগর্ভ থেকে গিটারের তার ছিঁড়ে কানে ভেসে আসে একতারার সুর। বিচলিত হয়ে উঠে মন,আর চোখ বুজে শুয়ে পড়ি টাওয়ারব্রিজের পাশে।এরপর সুরমার কিনব্রিজ ভেদ করে নেমে আসে মধ্যাহ্নের আলো— ছুঁয়ে যায় ব্যাকুল এ মন।
অতঃপর, বিগ বেনের আওয়াজে খুলে গেলে আঁখি— আমি থেমসের পারে বসি খুঁজি গাড়ি ফিটনেসের সনদ।