কামনার দীর্ঘশ্বাস ॥ এ কে এম আব্দুল্লাহ
করোটির ভেতর নিভে গেলে আলো ; ডুবে যাই গভীর অন্ধকারে। সময়ের আগুনে পুড়ে বিদগ্ধ এই হৃদয়ে - নিজেকে মনে হয় ; বিশ্বের বিস্ময় শরণার্থী।
রাত গভীর হলে, চোখ থেকে পালিয়ে যায় ঘুম। আর আমি হাঁটতে থাকি – বিশ্বরোডের আ’ল ধরে।বিশ্ববুকে যেন পড়ে আছে – কাঁঠালের ভুতি। রাতভর ব্যাকুল মাছির সভা। বিলাসী টেবিল জুড়ে,উড়ে পেপেরনি,মাশরুম আর তান্দুরি টপিং পিৎজা – আহা ! গারলিক সসের খুশবু।
অবাক হই না দেখে – তেলাপোকার দীর্ঘ মিছিল।
শুনেছি,বিশ্বের কূটনীতিপাড়াগুলো বড়োই নিরাপদ ; নিরাপত্তা বেষ্টনিতে। কখনও ইচ্ছে করলে - ওখানে করি বাস ; সহাস্যে চড় মারে জীবনের গালে, মাটির বাকসে বেড়ে ওঠা আতঙ্ক।