Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা

 

বেঁচে থাকা মানে   ॥ এ কে এম আব্দুল্লাহ

 কখনও কখনও চমক লাগে মনে— যখন দেখি বেঁচে আছি পৃথিবীতে ! আজকাল পৃথিবীর পথে প্রান্তরে, জঙ্গল শহর কিংবা সাগরে কেবল— নির্মম মৃত্যুর নৈরাশ্য খেলা !

অবাক লাগে যখন দেখি— অকারণ মৃত্যুভুমির হৃদয় নেড়ে জমাট বাঁধা রক্তের ভেতর হতে, বেঁচে থাকার ইশারা করে কোনো কচি প্রাণ কান্নার স্বর ! রুঢ়তার অলক্ষেই ভিজে উঠে চোখ।

পৃথিবীতে এখন বিকৃতির চরম এক উল্লাসিত সময়। কিছুদিন পর হয়তো মনে হবে— ‘বেঁচে থাকা” মানে পৃথিবীতে মঞ্চস্থ জনপ্রিয় কোনো পালা-যাত্রার বিস্মৃত স্ক্রিপ্টের এক প্রিয় সংলাপ।