Header ad

header ads

কবিতা: ক্যাটওয়াক স্টেজ ॥এ কে এম আব্দুল্লাহ




ক্যাটওয়াক স্টেজ     —এ কে এম আব্দুল্লাহ

সাহারার দুচোখ জুড়ে চাঁদের আঁধার। ওয়ালেটের ভেতর পুড়ছে সূর্য। আগুনের ঠোঁট চুষে —খসে পড়ছে আয়ু। জলডুবা রাত ভেঙে দৌড়াচ্ছে পাতানো সংসার... 

আর বেঁকে যাওয়া হাড়ের মানচিত্রে বসে, আমি তোতলাচ্ছি আবেগের কাহিনি...



০৩ নভেম্বর  ২০২০