Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- অ্যাপেলবীজের একটুকরো খতিয়ান



অ্যাপেলবীজের একটুকরো খতিয়ান
—এ কে এম আব্দুল্লাহ 

চারপাশে চোখ তুলে তাকাই। 
মাঘের জমিনের মত ফুসফুস 
মলিন মুখগুলো প্রতীক্ষমান মৃত্যুর !

একদিন জন্মোৎসব হয়েছিল এখানে
আহা! জানা ছিল না—
জন্মের পূর্বেই হয়েছে আত্মার মৃত্যু। 



১৭/০৩/২০১৬