শেয়াল ও চিয়ার্স —এ কে এম আব্দুল্লাহ
পাহাড়ের নিচে শেয়াল বসে আছে।
সম্মুখে মরোগ ছানার উৎসব চলছে
ঠিক মানুষের মতো—
পাহাড়ের চূড়ায় বসে
আমি মন্দিরা বাজাচ্ছি।
আহা! চিয়ার্সের টুংটাং শব্দের ভেতর
আমার মন্দিরার আওয়াজ
হারিয়ে যাচ্ছে।
২৮ ড্সেম্বর ২০২৫

